ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

করোনায় আক্রান্ত রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক।


গত ২৫ মার্চ মিতা হকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। বুধবার (৩১ মার্চ) নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ তথ‌্য নিশ্চিত করেছেন মিতা হকের মেয়ে ফারহিন খান জয়ীতা।


মিতা হকের জামাতা, অভিনেতা মোস্তাফিজ শাহীন জানিয়েছেন, মিতা হক এখন ভালো আছেন।


মিতা হককে হাসপাতালে ভর্তি করার কারণ ব‌্যাখ‌্যা করে মোস্তাফিজ শাহীন বলেন, গত ৫ বছর যাবত নিয়মিত ডায়ালাইসিস নিয়ে ভালোই ছিলেন। কিন্তু এক সপ্তাহ আগে কোভিড-১৯ আক্রান্ত হয়ে কিছুটা মানসিক-শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তিনি ডায়ালাইসিস রোগী এবং কোভিড আক্রান্ত, তাই তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে নিবিড় পরিচর্যার জন্য।


মিতা হককে হাসপাতালে ভর্তির পর সোশ‌্যাল মিডিয়ায় নানারকম খবর ছড়িয়েছে। সবাইকে আশ্বস্ত করে মোস্তাফিজ শাহীন বলেন, সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, তার শারীরিক অবস্থা এখনো নিয়ন্ত্রণে।  সবার ভালোবাসা, দোয়ায় আশা করছি, তিনি সম্পূর্ণরূপে সুস্থ্য হয়ে দ্রুত বাসায় ফিরতে পারবেন।


প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী সংগীতশিল্পী মিতা হক। তার চাচা দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হক। মিতা হক ও খালেদ খান দম্পতির কন‌্যা জয়ীতাও রবীন্দ্র সংগীতশিল্পী।

ads

Our Facebook Page